Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক) মানব সম্পদ উন্নয়ন

১। সামাজিক উন্নয়ন কার্যক্রম।

২। গ্রামীন সঞ্চয় ঋণ কার্যক্রম।

৩। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম।

৪। মানবাধিকার এবং পারিবাকি আইন বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

৫। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

 

খ) সম্পদ হস্তান্তর ও জীবিকায়ন কার্যক্রম

১। সম্পদ হস্তান্তর যেমন, গরু ক্রয়, ভুমি লিজ, ক্ষুদ্র ব্যবসা।

২। পশু পালন প্রশিক্ষণ।

৩। পেঁপের চারা বিতরণ।

৪। ফলজ গাছের চারা বিতরণ।

৫। শাক-সবজীর বীজ বিতরণ।

৬। ছাগল-ভেড়া বিতরণ।

৭। পারিবারিক সবজি বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

৮। আদা-হলুদের বীজ বিতরণ।

৯। সার বিতরন।

 

গ) অবকাঠামো উন্নয়ন কার্যক্রম

১। বসতবাড়ির ভিটা উঁচুকরণ।

 

ঘ) উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম

১। আদর্শ মুরগী পালনকারীদের প্রশিক্ষণ।

২। আদর্শ ঘাসচাষীদের প্রশিক্ষণ।

৩। মুরগীর ঠিকাদান।

৪।  প্যারাভেট রিফ্রেসার্স ট্রেনিং।

 

ঙ) মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম