Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

চর জীবিকায়ন কর্মসূচী বাংলাদেশ সরকারের পল­ী উন্নয়ন ও সমবায় বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং বৃটিশ সরকারের উন্নয়ন বিষয়ক বিভাগ-ইউকেএইড ও অস্ট্রেলিয়া সরকারের উন্নয়ন বিষয়ক বিভাগ এর সহযোগিতায় পরিচালিত। চর এলাকা বিশেষ করে  দ্বীপচরে  বসবাসকারী হত দরিদ্র মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য ২০০৪ সালের জুলাই মাস থেকে কাজ করে যাচ্ছে। সিএলপির প্রথম পর্যায়ের কাজ জুন ২০১০ সালে শেষ হয়েছে এবং এপ্রিল ২০১০ থেকে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে যা চলবে ২০১৬ সাল পর্যন্ত।  যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র বিধৌত চরাঞ্চলের জনগণের চরম দারিদ্রতার মাত্রা ৫০% এ হ্রাসকরণ এবং কর্মসূচি এলাকাভুক্ত দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের জীবিকায়নে নিরাপত্তা প্রদানের মাধ্যমেজীবনযাত্রার মান উন্নয়ন। চর জীবিকায়ন কর্মসূচি-২য় পর্যায় এর আতায় গত জুলাই ২০১১ খ্রিস্টাব্দ হতে অত্র পীরগাছা উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নে কার্যক্রম শুরু করে।